×

আন্তর্জাতিক

ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ০৩:৫০ পিএম

ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু
ভারতের কেরালা রাজ্যে ভয়ংকর নিপা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় রাজ্যটিতে সতর্কতা জারি করা হয়েছে। একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে ওয়েবসাইট জানিয়েছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই ভাইরাসের সংক্রমণে ১৩ জন মারা গেছেন। একই পরিবারের দু'জন ব্যক্তির শরীরে নিপা পাওয়া যাওয়ার পর এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। রোববার রাতে, আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত একজন নার্সও একই রকম লক্ষণ প্রদর্শন করে মারা গেছেন। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে। কোঝিকোড় এবং মালাপ্পুরাম জেলায় এই ভাইরাসে সোমবার আরও দুইজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনও প‌র্যন্ত কোঝিকোড়েই মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদিকে, মাল্লাপূরমে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া ‌যাচ্ছে। ভাইরাসটির সংক্রমণে একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিশেষজ্ঞরা রবিবার জানিয়েছেন, কোঝিকোড়ে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাস চিহ্নিত করা হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর প্রবল জ্বর হয়, মাথা ধরে, বমিবমি ভাব দেখা ‌যায়, সঙ্গে ঝিমুনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ানোর কোনও আশঙ্কা নেই। একমাত্র নিপায় আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে এলেই কেউ এতে আক্রান্ত হতে পারেন। নিপায় আক্রান্ত ব্যক্তি ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কোমায় চলে ‌যতে পারেন। বাদুড়, শূকর ও নিপায় আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এই ভাইরাস ছড়াতে পারে। ‌যে এলাকায় ওই ভাইরাস ছড়িয়েছে সেখানকার ফলমূল থেকেও ছড়াতে পারে নিপা। এখনও প‌র্যন্ত নিপার কোনও টিকা আবিস্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সাপোর্টিভ কেয়ার দেওয়া ছাড়া কোনও চিকিৎসা নেই। ২০০৪ সালে এই ভাইরাসে আক্রান্ত বাদুড়ের দ্বারা দূষিত খেজুরের রস খেয়ে বাংলাদেশে বহু মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App