×

খেলা

বাদ পড়েও জার্মান দলকে শুভকামনা জানালেন গোয়েৎশে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৮, ০৭:৪৩ পিএম

বাদ পড়েও জার্মান দলকে শুভকামনা জানালেন গোয়েৎশে

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের জন্য জার্মানির প্রাথমিক দলে সুযোগ হয়নি মারিও গোয়েৎশের। সুযোগ না পেয়ে হতাশ তিনি। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের জার্মানি দলের জন্য শুভ কামনা জানিয়েছেন গোয়েৎসে।

তিনি বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় কষ্ট লাগছে। জাতীয় দলে ফেরার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। খেলোয়াড়, কোচ ও দলের সকলের প্রতি আমার শুভকামনা রইল। রাশিয়াতে তাদের ভালো সময় কাটুক, এই কামনা করি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি প্রার্থনা করবো।’

গেল বিশ্বকাপে জার্মানিকে শিরোপা এনে দিতে প্রধান ভূমিকাই রাখেন গোয়েৎশে। টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি। শিরোপা নির্ধারণী ম্যাচের একমাত্র গোলটি করেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আসন্ন বিশ্বকাপে জার্মানিকে নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে গোয়েৎশে বলেন, ‘বিশ্বকাপে জার্মানির ভালো ফল করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা প্রতিবারই ভালো পারফরমেন্স করে থাকি। এবারও এর ব্যতিক্রম হবে না। আমাদের কোচ ও খেলোয়াড়দের আলাদা-আলাদা পরিকল্পনা থাকে। এবারও তেমন পরিকল্পনা দিয়ে জার্মানি ভালো করবে।’

আসন্ন বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে জার্মানি। গ্রুপে তাদের প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে যাত্রা শুরু করবে জার্মানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App