×

জাতীয়

ফেনীতে রমজানে বাজার মনিটরিং, তিনজনের ৬২ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ০৭:৩৮ পিএম

ফেনীতে রমজানে বাজার মনিটরিং, তিনজনের ৬২ হাজার টাকা জরিমানা
ফেনীতে রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় ফেনীর পৌর হকার্স মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরীক্ষা করে দেখা হয়। ব্রয়লার, লেয়ার আর কক মুরগির বাজারমূল্য ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করা হয়েছে এরকম অভিযোগ পাওয়া যায়। অন্যান্য বাজারমূল্য মোটামোটি স্থিতিশীল পাওয়া যায়। রহমানিয়া পোলট্রির মালিক আব্দুল মান্নান (৪৫) মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩০ হাজার, সৌদিয়া পোলট্রির মালিক নুরুল ইসলাম (৪২) কে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা ও মো: ফারুক (২৮) কে একই অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। মনিটর করা হয় শহরের ভিতরের বাজার। অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্লাহ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App