×

জাতীয়

নেছারাবাদে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ০৭:৫৫ পিএম

নেছারাবাদে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চিকিৎসক পরিচয়ধারী সমরেশ কান্তি সমাদ্দার (৫০) নামে এক প্রতারককে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ মে) বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সমরেশ কান্তি সমাদ্দারের বাড়ি উপজেলার সোহাগদল গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে উপজেলার মিয়ারহাট বাজারে চেম্বার খুলে চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন সমরেশ কান্তি। তিনি পাইলসসহ বিভিন্ন রোগের রোগীদের অপারেশনও করতেন। খবর পেয়ে বিকেলে তার চেম্বারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখাতে না পারায় তাকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App