×

জাতীয়

খালেকের ছাড়া আসনে নৌকা পেলেন স্ত্রী হাবিবুন নাহার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ১০:৫৬ পিএম

খালেকের ছাড়া আসনে নৌকা পেলেন স্ত্রী হাবিবুন নাহার
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে ছেড়ে দেয়া সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছে হাবিবুন নাহারকে। খুলনার নবনির্বাচিত মেয়রের স্ত্রী আগামী ২৬ জুনের উপনির্বাচনে খুলনা-৩ আসন থেকে নৌকা মার্কায় লড়াই করবেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় খালেক পত্নীকে দলের প্রার্থী করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাবিবুন নাহার ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনেও এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তখন খুলনা সিটি করপোরেশনের মেয়র ছিলেন খালেক। তবে ২০১৩ সালে খুলনায় ভোটে হারার পর খালেক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি এই আসন থেকে নির্বাচন করে ভোটে জিতেন। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদ ছেড়ে খুলনায় ভোটে অংশ নেয়ার পর নির্বাচন কমিশন সংসদীয় আসনটি ফাঁকা ঘোষণা করে উপনির্বাচনের তারিখ দেয়। আওয়ামী লীগ খুলনায় খালেককে মনোনয়ন দেয়ার আগেই তার ছেড়ে দেয়া আসনে স্ত্রীকে নৌকা প্রতীক দেয়ার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। তারপরও এই উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের কাছে আওয়ামী লীগ ১৯, ২০ ও ২১ মে মনোনয়ন ফরম বিক্রি করে। আর খালেক পত্নী হাবিবুন নাহার ছাড়াও চিত্রনায়ক শাকিল আহসান, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক শেখ মোহাম্মদ আবু হানিফ এবং আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার ওবায়েদও ফরম সংগ্রহ করেন। সন্ধ্যায় গণভবনে মনোনয়নপ্রত্যাশীদেরকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে ডাকা হয়। সাক্ষাৎকার শেষে হাবিবুন নাহারকেই মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। নৌকার পক্ষে কাজ করতে অন্য মনোনয়নপ্রত্যাশীদেরকেও নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App