×

জাতীয়

খালেকের আসনে আ.লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৮, ১০:৫৫ পিএম

খালেকের আসনে আ.লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী

খুলনা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী হাবিবুন নাহার। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই আসনের সংসদ সদস্য (এমপি) পদ ছেড়ে দেন আবদুল খালেক।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা হাবিবুন নাহারকে মনোয়ন দেন। এ সময় ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ আসন-৯৭, উপনির্বাচনে হাবিবুন নাহারকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

আগামী ২৬ জুন বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ১০ এপ্রিল আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

রামপাল-মোংলা এ দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এতে মোট দুই লাখ ২৭ হাজার ৬৪৬ ভোটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App