×

পুরনো খবর

ইফতারে ডিম আলু চপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ০৪:৪৮ পিএম

ইফতারে ডিম আলু চপ
ইফতারে একটি কমন আইটেম হলো আলুর চপ । আজ নিয়ে এলাম ডিম ও আলু দিয়ে তৈরি এক ধরনের চপ যা আজ ইফতারে তৈরি করতে পারেন । উপকরণ : আলু সিদ্ধ - আধা কেজি ডিম সিদ্ধ - ৪/৫ টি পেঁয়াজ বেরেস্তা - ১ কাপ কাঁচা মরিচ কুচি - ৪/৫ টা অথবা শুকনো মরিচ টালা গুঁড়া - ৩/৪ টা ধনিয়াপাতা কুচি - ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়া - ২ চা চামচ ফেটানো ডিম - ১ টা ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া - পরিমাণ মত তেল - ভাজার জন্য লবন - স্বাদমত প্রণালী : সিদ্ধ করা আলু চটকে নিন । এরপর এতে পেঁয়াজ বেরেস্তা , কাঁচামরিচ কুচি বা শুকনো মরিচ টালা গুঁড়া , গরম মসলা গুঁড়া, ধনিয়া পাতা কুচি ও লবন মিশিয়ে ভালো করে মেখে নিন। সিদ্ধ ডিম গুলো কে চার টুকরো করে কেটে নিন। এবার হাতের তালুতে তেল মেখে কিছু পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিচে দেয়া ছবির মত করে এক টুকরো ডিম দিয়ে পুর ভরে নিন। এভাবে সবগুলো ডিম আলুর মিশ্রণ দিয়ে গোলাকার চপ আকৃতির করে নিন। এবার এক একটি চপ ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া তে গড়িয়ে ডুবো তেলে লালচে করে ভেজে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম আলু চপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App