×

আন্তর্জাতিক

অসুস্থতার কারণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ১১:৪৯ এএম

অসুস্থতার কারণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে ভর্তি
৮২ বছর বয়সী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে আব্বাসকে তিন বার হাসপাতালে ভর্তি করা হলো। ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। তবে আব্বাসের শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাসকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার তার কানে হালকা অস্ত্রোপচার করা হয় এবং সর্বশেষ ভর্তি করার কয়েক ঘণ্টা আগেই তাকে রিলিজ দেওয়া হয়। প্রসঙ্গত, ইসরাইলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে শুক্রবার তুরস্কে ওআইসির যে বিশেষ বৈঠক আয়োজন করা হয়, অসুস্থতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি আব্বাস। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই মাহমুদ আব্বাস স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হার্টের সমস্যা ছাড়াও এক দশক আগে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App