×

তথ্যপ্রযুক্তি

সেলফি তুলবে ড্রোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ০৪:৫০ পিএম

সেলফি তুলবে ড্রোন
সেলফি প্রিয় মানুষদর জন্য একটি কাঙ্ক্ষিত ডিভাইস হতে পারে এয়ারসেলফি।প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানবাজারে নিয়ে এসেছে এয়ারসেলফির দ্বিতীয় সংস্করণ এয়ারসেলফি ২ ।ডিভাইসটি স্বল্প দূরত্বে উড়িয়ে ভ্রমণকালীন সেলফি অনায়াসে তোলা যায়। এয়ারসেলফি ২ ড্রোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ জিবি মাইক্রো এসডি কার্ড।ডিভাইসটি ৮৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে কিংবা ভিডিও করতে সক্ষম। এটি ৬৫ ফুট উঁচু পর্যন্ত সচল থাকে। নির্মাতারা জানান, ডিভাইসটির প্রথম সংস্করণ থেকে সব ধরনের ফিচারেই উন্নত হয়েছে।সহজেই ডিভাইসটি মুঠোবন্দি করা যায়। এজন্য বহন করাটাও আরামদায়ক।ডিভাইসটির প্রথম সংস্করণে ছিল মাত্র ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪ জিবি র‌্যাম। এয়ারসেলফি ২ ডিভাইসটির দাম ২০০ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App