×

জাতীয়

ছয় জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৬জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ১১:১২ এএম

ছয় জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৬জন নিহত
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেশের ছয় জেলায় ৬ জন নিহত হয়েছেন। শনিবার দিনগত রাতে ময়মনসিংহ, ফেনী, বরিশাল, যশোর, দিনাজপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে এ ঘটনা ঘটে। এসব ‘বন্দুকযুদ্ধে’ নিহত চারজন মাদক ব্যবসায়ী, একজন ডাকাত ও অপর একজনকে ছিনতাইকারী বলে দাবি করছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে এসব 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বটতলা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নাছির মল্লিক জানান, শায়েস্তাবাদ এলাকায় শনিবার রাতে ডিবি পুলিশের একটি টহল দল বটতলা এলাকায় গেলে সেখানে অবস্থানরত একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পিছু হটলে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছে উল্লেখ করে নাছির মল্লিক জানান, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করেছে। এদিকে শনিার রাত সোয়া ২টার দিকে ময়মনসিংহের মাসকান্দা এলাকার গনশার মোড়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) 'বন্দুকযুদ্ধে' রিয়াজুল ইসলাম বিপ্লব (৪০) নামে একজন নিহত হয়। পুলিশ জানিয়েছে, বিপ্লব ওই এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ময়মনসিংহ সদর থানার ওসি আশিকুর রহমান জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মাসকান্দা এলাকায় জড়ো হয়ে একটি চালান নিজেদের মধ্যে ভাগাভাগি করছে— এমন খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে যায়। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে সেখানে বিপ্লবকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। অপরদিকে, রোববার ভোরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম পাঠান গড় গ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলমগীর হোসেন ভূঁইয়া (৩৩) নামে এ ব্যক্তি নিহত হয়েছে। নিহত আলমগীর পাঠান গড় গ্রামের প্রয়াত আব্দুস ছালামের ছেলে। পুলিশ বলছে, আলমগীর ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ জানান, উপজেলার পশ্চিম পাঠান গড় এলাকায় মাদকের একটি বড় চালান যাওয়ার খবর পেয়ে রোববার ভোরে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গোলাগুলি থামার পর সেখানে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্যকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, শতাধিক বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত আলমগীরের বিরুদ্ধে ছাগলনাইয়া, ফুলগাজী, ফেনী সদর থানায় ১০টির মতো মামলা রয়েছে বলেও জানান ওসি। দিনাজপুরের বিরল উপজেলার তেগরা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গালকাটা বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ( ২০ মে) ভোরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, গালকাটা বাবু দীর্ঘদিন যাবত গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিল। শনিবার দিনগত রাত দুইটার দিকে মির্জাপুর-বালিয়া-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, টহলরত পুলিশ সদস্যার ওই ব্রিজের কাছে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহততের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।   রোববার ভোরে যশোরের ছুটিপুর সড়কের রুদ্রপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি কেএম আজমল হুদা জানান, যশোরের ছুটিপুর সড়কের রুদ্রপুর গ্রামে দু’দল মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে-এমন সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত-পরিচয় একজনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তি মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ৪শ’ পিচ ইয়াবা, ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App