×

খেলা

দলে নেই তাসকিন-ইমরুল, ডাক পেলেন মোসাদ্দেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ০১:৩০ পিএম

দলে নেই তাসকিন-ইমরুল, ডাক পেলেন মোসাদ্দেক

পুরনো ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। স্কোয়াডে দীর্ঘদিন দূরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেলেও বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯ মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল। সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। আসন্ন সিরিজকে কেন্দ্র করে গত ৮ মে ৩১ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। পরে তার সাথে যুক্ত করা হয় জুবায়ের হোসেন লিখনকে। কিন্তু লিখনকে শুধু অনুশীলনের জন্যই দলে রাখা হয়। এই ৩১ সদস্যের দল নিয়ে মিরপুরে গত ১৩ মে থেকে শুরু হয় অনুশীলন। বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্য হলেন- সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App