×

বিনোদন

ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৮, ০৪:৪৮ পিএম

ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
ঢাকাই সিনেমার বর্তমান মায়েরা
মায়ের চিরন্তন রূপ অভিনেত্রীরা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন চলচ্চিত্রে। এমনো নজির আছে নায়ক ও নায়িকাকে ছাড়িয়ে ‘মা’ হয়ে গেছেন গল্পের মধ্যমণি। মায়ের ভ‚মিকা প্রশংসিত হয়েছে। বক্স অফিসে সাফল্য এসেছে। চরিত্রাভিনেত্রী পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান। মায়ের চরিত্রে অভিনয় করে অনেকেই পেয়েছেন যশ ও খ্যাতি। কিছু অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় করে চিহ্নিত। আবার কিছু নায়িকা বয়স ফুরোলে মায়ের চরিত্রেও সমান জনপ্রিয়। মা দিবসকে সামনে রেখে আমরা খোঁজ নিলাম বর্তমান সময়ের কয়েকজন মায়ের। যারা ঢাকাই সিনেমার আজকের চেহারায় সেই পুরনো মায়ের ভাবমূর্তি নিয়ে বহাল তবিয়তে আসীন। লিখেছেন এম রহমান
অরুনা বিশ্বাস ‘চাপাডাঙ্গার বউ’ ছবিতে অভিষিক্ত হওয়া অরুনা বিশ্বাসের সঙ্গে আজকের মা চরিত্রে অভিনয়ে সাবলীল অরুনার কোনোই মিল নেই। নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হওয়া শিল্পীদের চাহিদা সবসময়ই আকর্ষণীয়। ব্যতিক্রম নন অরুনাও। এখনকার নির্মাতাদের মধ্যে তিনি চাহিদায় আছেন। খুব বেশি মায়ের চরিত্রে এখনো অভিনয় করা হয়নি তার। সামনে অরুনার সম্ভাবনা বেশ। রেহানা জলি গত কয়েক বছর ধরে রুপালি পর্দায় সবচেয়ে বেশি দর্শকরা দেখেছেন যে মায়ের মুখটি তিনি রেহানা জলি। ঢাকাই সিনেমার টিপিক্যাল মা চরিত্রে জলি একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছেন। সহজ, সরল, সাদাসিধে, আটপৌরে, মধ্যবিত্ত, নি¤œ-মধ্যবিত্ত মা মানেই রেহানা জলি। কখনো তারকাখ্যাতির দেখা না পেলেও চুটিয়ে কাজ করেছেন মাঝে অনেকটা সময়। এখন ব্যস্ততায় চিড় ধরেছে। ডলি জহুর ডলি জহুর চলচ্চিত্রে আসেন সত্তরের দশকে রহিম নেওয়াজের ‘অসাধারণ’ ছবিতে। ‘শঙ্খনীল কারাগার’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। বিটিভির ‘এইসব দিনরাত্রি’ নাটকে জনপ্রিয়তা কুড়ানোর পর থেকেই তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে অন্য উচ্চতায়। একটানা দীর্ঘদিন মায়ের চরিত্রে তিনি দাপটের সঙ্গে বড় পর্দায় বিচরণ করেছেন। সুচরিতা দাপটের সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করা সুচরিতা এখন মায়ের চরিত্রে অভিনয় করছেন। দাপুটে নায়িকারা মায়ের চরিত্রে এলে পুরনো ইমেজের সদ্ব্যবহার করেন নির্মাতারা। সুচরিতাও তার আশির দশকের দর্শকপ্রিয়তাকে কাজে লাগিয়ে মা-ভাবীর চরিত্র করছেন। নির্মাতার কাছে এই শিল্পীর যথেষ্ট চহিদা রয়েছে। গত কয়েক বছরে অনেক ছবিতে মায়ের চরিত্র করেছেন সুচরিতা। নূতন নূূতনও একসময়ের প্রভাবশালী নায়িকা। কিন্তু নায়িকার খাতা থেকে নাম কেটেছেন দেড় দশক আগে। বিরতির পর ফিরেছেন মায়ের চরিত্রে। তবে নূতনের বিশেষত্ব হচ্ছে মন্দ চরিত্রে পারদর্শিতা। এক সময় নেতিবাচক চরিত্রে নূতন ছিলেন স্বচ্ছন্দ। ক্যারিয়ারের এই সময়ে পুরনো অভ্যাসকেই যেন ঝালিয়ে নিচ্ছেন তিনি। বড় বাজেটের ছবিতে মন্দ মায়ের চরিত্রে নূতন দর্শক-নির্মাতাদের দারুণ পছন্দের। ওয়াহিদা মল্লিক জলি জলি ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ওয়াহিদা মল্লিক জলি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন সাইদুল আনাম টুটুলের ‘আঁধিয়ার’-এ। এরপর তিনি কাজ করেন নায়করাজ রাজ্জাকের ‘মন দিয়েছি তোমাকে’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, নারগিস আক্তারের ‘অবুঝ বউ’, নূরল আলম আতিকের ‘ডুবসাঁতার’ ইত্যাদি ছবিতে। শর্মিলী আহমেদ ষাটের দশকে নায়িকা রূপে আত্মপ্রকাশ শর্মিলী আহমেদের। বিয়ের পর সাময়িক বিদায়। সত্তরের মাঝামাঝিতে নায়করাজ রাজ্জাকের বিপরীতে আবার অভিনয়ে প্রত্যাবর্তন। একই ছবিতে প্রথমে রাজ্জাকের নায়িকা এবং পরবর্তী সময়ে মায়ের চরিত্রে অভিনয়ের বিষয়টি তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে উঠে। এরপর ক্যারিয়ারে প্রায় চারশ নাটক এবং দেড়শ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। রেবেকা ঢাকাই সিনেমায় বর্তমানে যারা মায়ের চরিত্রে অভিনয় করছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন রেবেকা। ডলি জহুর, খালেদা আকতার কল্পনা, রাশেদা চৌধুরী, রেহানা জলির পথ ধরে এখন রেবেকা চলচ্চিত্রে মায়ের চরিত্রে অপরিহার্য হয়ে উঠেছেন। ইদানীং তিনি শুধু পারিশ্রমিকই বৃদ্ধি করেননি, যৌথ প্রযোজনার ছবিতে এই মায়ের মুখ যেন ধরাবাধা। দিলারা জামান ষাট দশকের শুরুতে বাংলা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দিলারা জামানের অভিষেক। প্রথম জীবনে নায়িকা, পরবর্তী সময়ে বড় বোন, মা, খালা, এমনকি দাদি চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আশির দশকে সিনিয়র শিল্পীদের মা হয়েছেন তিনি। পাঁচ শতাধিক বাংলা নাটকে অভিনয় করেছেন শিল্পী দিলারা জামান। চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। সাবেরী আলম সাবেরী আলম সর্বশেষ অভিনয় করেছেন ‘রাজনীতি’ ছবিতে। মূলত নাটকের এই অভিনয় শিল্পী ইদানীং চলচ্চিত্রেও অভিনয় করছেন। নির্মাতাদের মধ্যে সাবেরী আলমের চাহিদা মন্দ নয়। ধীরে ধীরে মায়ের চরিত্রে তিনি আলোকিত হচ্ছেন। সাবেরী আলম খুব বেশি কাজ করেন না বলে তার এই এগিয়ে আসা মোটা দাগে ধরা পড়ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App