×

খেলা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা রোববার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৮, ০৮:১৮ পিএম

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা রোববার
ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। দল ঘোষণার জন্য দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনও হতে যাচ্ছে। ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে গত ১৩ মে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এখন ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলছে। তবে ব্যক্তিগতভাবে অনেকেই শুরু করেছেন স্কিল ট্রেনিং। পুরোদমে স্কিল ট্রেনিং শুরু হবে চলতি সপ্তাহেই। আফগানিস্তান সিরিজে বড় কোনো চমক থাকছে না। সবশেষ নিদাহাস ট্রফিতে দল ভালো করায় বড় কোনো পরিবর্তন আনছেন না নির্বাচকরা। প্রত্যাশা মাফিক দুই-একজন দল থেকে বাদ পড়বেন। তাদের জায়গায় ঢুকবেন ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো পারফরমাররা। নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়বেন পেসার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস! তাসকিন আহমেদ এখন চোট থেকে পুরোপুরি সুস্থ হননি। তাই তাকে দেশে রেখেই ভারতে যাবে দল। ওপেনিং পজিশন, টপ অর্ডার প্রায় সেট, তাই ইমরুলকে দেশে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা নির্বাচকদের। তবে বড় কোনো চমক দলে থাকছে না নিশ্চিত। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের সঙ্গে থাকবেন মুস্তাফিজ, মিরাজ, সোহান, আরিফুল, রুবেল, সৌম্য, সাব্বির, লিটনরা। কে বাদ যাবেন আর কারই বা সুযোগ হচ্ছে, জানা যাবে রোববার দুপুরেই। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ৩ জুন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App