×

বিনোদন

এবার পরিবারের সঙ্গে রাজ-শুভশ্রীর রিসেপশন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৮, ০৯:৩৭ পিএম

এবার পরিবারের সঙ্গে রাজ-শুভশ্রীর রিসেপশন
পরিবারের ও আপনজনদের নিয়ে সেভাবে রিসেপশন করতে পারেনি তারা। তাই শুক্রবার (১৮ মে) বর্ধমান জেলার রেনেসাঁ টাউনশিপে আরও একটি রিসেপশনের আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। বৃহস্পতিবার (১৭ মে) সন্ধ্যায় বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরে শুভশ্রীর নিজের বাড়িতে আসেন জামাই রাজকে নিয়ে। বাড়িতে ঢোকার আগে পারিবারিক কালীমন্দির প্রণাম ও রীতি সারেন তারা। তাদের বরণ করেন শুভশ্রীর মা বীণা গঙ্গোপাধ্যায়। রাতটি তারা শুভশ্রীর বাড়িতেই কাটায়। পোলাও ও মাংস খেতে পছন্দ করে রাজ। জামাইয়ের বিশেষ পছন্দ নিজে হাতে রান্না করেছেন বীণাদেবী। এছাড়াও শুভশ্রীর প্রিয় লুচি এবং নারকেল দিয়ে আলুর তরকারিও রান্না করেন তিনি। মেয়ে জামাই বাড়িতে আসায় রঙিন বাতি দিয়ে সাজিয়ে তোলা হয় বাড়ি। বাড়িতে ঢোকার মুখে তৈরি হয়েছে ফুলের গেট। অষ্টমঙ্গলার অনুষ্ঠান হয়েছে সকালেই। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন রাজ ও শুভশ্রী। তাই অষ্টমঙ্গলাতেও সব ধরনের আচার পালন করতে চান তারা। জানা যায়- বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে অষ্টমঙ্গলার একটি পর্ব সেরে শুভশ্রীকে কোলে চাপিয়ে ফিল্মি কায়দায় বাড়ি ফিরেছেন রাজ। অনুষ্ঠান শেষ হওয়ার পর শুভশ্রীর বাড়িতে খাওয়া-দাওয়া করে রাজ। এখন তারা বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে বিলাসবহুল ট্যুরিস্ট রিসর্টে। সেখানেই হবে রিসেপশন। শুভশ্রী ও রাজকে সাজানোর জন্য কলকাতা থেকে এসেছে মেকআপ আর্টিস্ট। আজকের রিসেপশনে ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরবেন শুভশ্রী। রাজও বিশেষ ধরনের পোশাকে সাজাবে নিজেকে। সাজগোজের পর রিসর্টের স্যুইট থেকে নব-দম্পতি হাজির হবেন ব্যাঙ্কোয়েটে। এখানেই শেষ নয়, শুভশ্রী-রাজের নিরাপত্তার জন্য কলকাতা থেকে এসেছেন বিশেষভাবে প্রশিক্ষিত ৩০জন বেসরকারি নিরাপত্তারক্ষী। এছাড়াও আছেন পুলিশ। অনুষ্ঠানের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। শুভশ্রীর পরিবারের নিযুক্ত ক্যামেরাম্যানই শুধু ছবি তুলতে পারবেন। জানা গেছে- শুভশ্রীর ছোটবেলার স্কুল মিউনিসিপ্যাল গার্লস স্কুলের শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও রিসেপশনে হাজির থাকবেন। আসবেন রাজের পরিবার ও তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। সব মিলিয়ে ৬শ’ জনের নিমন্ত্রণ রয়েছে অনুষ্ঠানে। তবে এই রিসেপশনে টলিউড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App