×

তথ্যপ্রযুক্তি

আসছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৮, ০৭:৩২ পিএম

আসছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ

একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ অবলোকন করতে যাচ্ছে পৃথিবী। আগামী ২৭ জুলাই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। ১০৩ মিনিটব্যাপী স্থায়ী হবে এ চন্দ্রগ্রহণ। একেবারে পৃথিবীর মাঝখান দিয়ে এবার চন্দ্রগ্রহণের ছায়া চলে যাবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

এ চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয়। তবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ হওয়ায় এটি অন্যান্য চন্দ্রগ্রহণ থেকে আলাদা হিসেবে দাবি করছেন তারা।

বিশ্বের বহু অঞ্চল থেকেই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব-এশিয়া ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকেও বেশ ভালোভাবে দীর্ঘ সময়ব্যাপী এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App