×

আন্তর্জাতিক

নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৮, ০৯:১৫ পিএম

নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
খারাপ আবহাওয়ার কারণে নেপালের একটি পরিবহন বিমান বিধ্বস্ত হলে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছে। দেশটিতে এটিই সর্বশেষ বিমান দুর্ঘটনা। খবর এএফপির। দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, বুধবার সকালে দ্য মাকালু বিমান সংস্থার পরিবহন বিমানটির উড্ডয়নের পর পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে সুরখেত বিমানবন্দর থেকে হুমলা জেলার সিমিকোটের উদ্দেশে রওয়ানা হয়। বিমানটির ৬টা ৫৫ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা ছিল। কিন্তু তার আগেই নিখোঁজ হয়ে যায়। পরে বিমানের ধ্বংসাবশেষ প্রায় ৩ হাজার ৯০০ মিটার উঁচু একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App