×

জাতীয়

চট্টগ্রামে ২৯ গার্মেন্টস শ্রমিকের পরিবার পেল বিমার চেক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৮, ০৭:২০ পিএম

চট্টগ্রামে পোশাক কারখানায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে মারা যাওয়া ২৯ শ্রমিক-কর্মচারীর পরিবারের কাছে ৫৮ লাখ টাকার বিমার চেক তুলে দিল বিজিএমইএ। বুধবার নগরীর খুলশীতে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব শ্রমিক-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈন উদ্দিন আহমেদ মিন্টু। এ সময় তিনি বলেন, পোশাক শিল্পের প্রাণশক্তি হচ্ছে শ্রমিকরা। তাদের ভালো-মন্দের সঙ্গে এ শিল্পের ভালো-মন্দও জড়িত। তাই বিজিএমইএ শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সব রকম কল্যাণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি চট্টগ্রামে বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিএমইএর প্রতিষ্ঠিত হাসপাতাল এবং নিরাপদ বাসস্থানের জন্য ডরমেটরি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিচালক ও বিজিএমইএ চট্টগ্রামের গ্রুপ ইন্স্যুরেন্সবিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ কাজী মাহাবুব উদ্দিন জুয়েল ও পরিচালক মোহাম্মদ সাইফ উল্লাহ্ মনসুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App