×

জাতীয়

খালেকের আসনে উপনির্বাচন ২৬ জুন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৮, ১০:১২ পিএম

খালেকের আসনে উপনির্বাচন ২৬ জুন
খুলনা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে উপনির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং গণবিজ্ঞপ্তি জারি করবেন। ইসির উপসচিব ফরহাদ হোসেন জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে, বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। স্থানীয় সরকারের আইন অনুযায়ী সংসদ সদস্য পদে থেকে কেউ মেয়র নির্বাচন করতে পারেন না। বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন। এতে আসনটি শূন্য হয়। মঙ্গলবারের নির্বাচনে তালুকদার আবদুল খালেক খুলনার মেয়র নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App