×

বিনোদন

হৃৎমঞ্চ নিয়ে আসছে রুধিররঙ্গিণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ০২:১০ পিএম

হৃৎমঞ্চ নিয়ে আসছে রুধিররঙ্গিণী
বৈশাখের দিনে হঠাৎ বৃষ্টি কিংবা কালবৈশাখীর হানা মাথায় নিয়েই নগরীর মানুষ ব্যস্ত নিজ নিজ কাজে। এমনই এক বৃষ্টিমুখর দিনে শহরের যানজট পেরিয়ে সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার মহড়াকক্ষে প্রবেশ করতেই দেখা গেল শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। নির্দেশক শুভাশিস সিনহা মাঝে মাঝেই শিল্পীদের বøকিং, মুভমেন্ট নিয়ে কিছু বলে দিচ্ছেন। এভাবেই চলছে ‘রুধিররঙ্গিণী’ নাটকের শেষ মুহূর্তের মহড়া। দেশের নাটক পাড়ার খবর যারা রাখেন তাদের কাছে এই খবরটি অজানা নয় যে দেশের নন্দিত তিন অভিনয় শিল্পী এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন একটি নাটকে। শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় এবার মঞ্চে একসঙ্গে দেখা যাবে থিয়েটার আর্ট ইউনিটের রোকেয়া রফিক বেবী, প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম ও মণিপুরী থিয়েটারের জ্যোতি সিনহাকে। নতুন রেপার্টরি নাট্যদল ‘হৎমঞ্চ’ প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে ‘রুধিররঙ্গিণী’। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে কোনো নাটক নির্দেশনা দিচ্ছেন মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। একই সঙ্গে নাট্যাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’। আগামী ১৫-১৯ মে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে টানা পাঁচ দিন নাটকটির ১০টি প্রদর্শনী হবে। হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান বলেন, ‘তিনজন অভিনয় শিল্পীই তাদের কর্মদক্ষতায় দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন। আর শুভাশিস সিনহা মেধাবী নাট্য নির্দেশক এবং হৃৎমঞ্চের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন তিনি। এবার তারই রচনা ও নির্দেশনায় মঞ্চে আসছে ‘রুধিররঙ্গিণী’। সব মিলিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে এই নাটকটি ভিন্ন এক সংযোজন হবে বলে আশা করছি। আগামী ১৫-১৯ মে প্রতিদিন ৫টা ও রাত ৮টায় টানা পাঁচ দিন এই নাটকের দুটি করে প্রদর্শনী হবে। নাটকটির উদ্বোধনী আনুষ্ঠানিকতা হবে ১৫ মে বিকেল সাড়ে ৪টায়। নাটকের বিষয়ে শুভাশিস সিনহা জানান, ‘একটি মেয়ের জীবন নিয়েই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। এটাকে বাংলার ‘ওলটপুরাণ’ বলা চলে। মেয়েটি তার প্রেমের আকাক্সক্ষা পূরণ করতে গিয়ে নানা ধরনের ঘাত-প্রতিঘাতের সামনে পড়ে। নারী সব সময় বঞ্চিত, সে ধারণা থেকে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা করে যায়।’ এই নাটকটি মঞ্চে আনা প্রসঙ্গে ‘হৃৎমঞ্চ’র আর্টিস্টিক ডিরেক্টর ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। ‘রুধিররঙ্গিণী’ সেই মতকে খারিজ করবে বলেই আশা করা যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App