×

জাতীয়

জাপা এককভাবে নির্বাচন করবে: রাঙ্গা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ০৯:১০ পিএম

জাপা এককভাবে নির্বাচন করবে: রাঙ্গা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির নেতা এবং সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বলেছেন, আমাদের প্রেসিডিয়াম কমিটির সভায় এ সিদ্ধান্তই হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সমবায় নিউমার্কেট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয়পার্টি এখন বিরোধী দল। আমরা একটা সহনশীল বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করেছি। সরকারের ভালো কাজে সমর্থন দিয়েছি আর মন্দ কাজের বিরোধীতা করেছি। বাকি দলগুলোর সঙ্গে আমাদের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আছে দেশের উন্নয়নের স্বার্থে। তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। আমাদের প্রেসিডিয়াম কমিটির সভায় এ সিদ্ধান্তই হয়েছে। সাম্প্রতিক আলোচিত কোটা সংস্কার পদ্ধতি সম্পর্কে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত দিয়ে বলেছেন কোটা পদ্ধতি বাতিল বা পরিবর্তন করতে হবে। সুতরাং কোটা সংস্কারের ব্যাপারে আমাদের জাতীয়পার্টির মনে কোনো সন্দেহ নেই। তবে নতুন করে একটা নীতিমালা দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App