×

খেলা

সৌদি আরবে টি-টেন প্রিমিয়ার লিগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ০১:১৭ পিএম

সৌদি আরবে টি-টেন প্রিমিয়ার লিগ
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের এই তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দেশই প্রতি বছর আয়োজন করে আসছে বিভিন্ন ক্রিকেটের প্রিমিয়ার লিগ । ক্রিকেটে যুক্ত হয়েছে টি-১০ ক্রিকেটও। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার ক্রিকেটে অনেক পিছিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও শুরু করতে যাচ্ছে টি-১০ ক্রিকেট প্রিমিয়ার লিগ । এই টি-১০ টুর্নামেন্টটির সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরে। ৬ দিনব্যাপী আসরের ভেন্যু হবে জেদ্দার শিক্ষা মন্ত্রণালয় স্টেডিয়াম। মূলত সৌদি আরবে ক্রিকেট ছড়িয়ে দিতেই এমন আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড । এই আসরে অগণিত অর্থ খরচ করা হবে। সৌদি ক্রিকেটের প্রধান নির্বাহী নাদিম নাদি বলেন-এটা হবে অনেক টাকার টুর্নামেন্ট। বিশাল অংকের প্রাইজ মানি দিয়ে আমরা এটাকে হাই প্রোফাইল ও খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় করে তুলবো। আমরা চ্যাম্পিয়নদের জন্য ৩ লক্ষ ডলার ও রানার্স আপ দলের জন্য দেড় লক্ষ ডলার প্রাইজ মানি রাখার চেষ্টা করছি। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বাংলাদেশসহ উপমহাদেশীয় ক্রিকেটারদের দিকে নজর তাদের। আমরা বিভিন্ন তারকার সাথে কথা বলেছি। ভারতীয় খেলোয়াড়দের পাওয়া কঠিন। কারণ তারা শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে। আমরা মূলত উপমহাদেশ থেকে খেলোয়াড় নেয়ার চেষ্টা করছি। কিন্তু আশা করছি যুক্তরাজ্য, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ও আমরা আনতে পারবো। সবচেয়ে চমকপ্রদ তথ্য, আসরের অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো নির্দিষ্ট একেকটি অঞ্চলের প্রতিনিধিত্ব করবে, যার মধ্যে থাকবে বাংলাদেশও! নাদিম বলেন, টুর্নামেন্টে আমরা ৮ অথবা কমপক্ষে ৬টি ফ্র্যাঞ্চাইজি চাইছি। এর মধ্যে পাকিস্তান ও ভারত থেকে দুইটি করে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমিরাত ও সৌদি আরব থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি থাকবে। পাঁচ থেকে ছয় দিনের এই টুর্নামেন্টে প্রতিদিন ৩টি করে ম্যাচ রাখার কথা ভাবছি আমরা। আশা করছি, আমরা এটাতে বড় ধরনের সাফল্য পাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App