×

জাতীয়

রাবির শিক্ষক রেজাউল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ০২:৩৫ পিএম

রাবির শিক্ষক রেজাউল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টার পর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- শরিফুল ইসলাম ও মাসকাওয়াত হাসান ওরফে আবদুল্লাহ ওরফে সাকিব। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- রহমত উল্লাহ, আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী। ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ির অদূরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষে ২০১৭ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ও তারেক হাসান অভিযোগপত্র দেয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App