×

খেলা

ফার্গুসনের অবস্থার উন্নতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ০৪:১৩ পিএম

ফার্গুসনের অবস্থার উন্নতি
অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে সার্জারির পর শারীরিক অবস্থার খবর পাওয়া যাচ্ছিল না। তবে নতুন খবরের সংবাদ মিলেছে। হাসপাতালে জ্ঞান ফিরেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচের। একই সঙ্গে কথা বলছেন বলে জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তারই এক মুখপাত্র। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, অবস্থার উন্নতি হচ্ছে ফার্গুসনের। গুরুতর অসুস্থ হওয়ায় গত শনিবার হাসপাতালে নেয়া হয় সাবেক এই কোচকে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাই মাথায় করা হয় অস্ত্রোপচার। এ নিয়ে তীব্র উৎকণ্ঠায় ছিলেন ফার্গুসন ভক্তরা। এমনকি তার শিষ্যরাও দ্রুত আরোগ্য কামনা করছিলেন। রোনালদো থেকে শুরু করে ওয়েইন রুনি তার আরোগ্য কামনা করেছেন। এর আগে ম্যানইউ বিবৃতিতে জানিয়েছিল, স্যার ফার্গুসনের জন্যে নেওয়া পদক্ষেপগুলো ভালোভাবেই শেষ হয়েছে। তবে তার পুরোপুরি সুস্থ হওয়ার জন্যে কিছুদিন নিবিড় পরিচর্যার প্রয়োজন। একই সঙ্গে তারা আরও অনুরোধ করেছেন, এই সময়টায় ফার্গুসন পরিবারকে যেন একান্তে থাকতে দেয়া হয়। স্কটিশ এই কোচের বয়স ৭৬ বছর। তিনি ২০১৩ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ কোচিং জীবনের ইতি টানেন। ফার্গুসন ২৬ বছরের ক্যারিয়ারে ট্রফি জিতেছেন ৩৮টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App