×

তথ্যপ্রযুক্তি

ভক্সওয়াগেন উন্মোচন করলো চালকহীন গাড়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৮, ০৩:৫৪ পিএম

ভক্সওয়াগেন উন্মোচন করলো চালকহীন গাড়ী
ভক্সওয়াগেন ভবিষ্যতের জন্য একটি চালকহীন গাড়ী ডিজাইনের ধারনা পুর্নমূল্যায়ন করতে যাচ্ছে।র্জামানীর বিখ্যাত গাড়ী কোম্পানীটি ২০১৭ সালে জেনেভা মোটর শোতে একটি ভবিষ্যৎ-অগ্রযাত্রার ধারণার একটি গাড়ী উন্মোচন করেছিলো।সিডারিক (যা সেলফ-ড্রাইভিং গাড়ীর জন্য ব্যবহৃত হয়),যা একটি যাত্রা-ভাগাভাগি করে সেবা প্রদান করে থাকে।গাড়ীটি হবে পুরোপুরি চালকহীন,বৈদ্যুতিক চালিত,গাড়ীটি একটি অ্যাপ্লিকেশন বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রন করা যাবে এবং একটি ভয়েস-নিয়ন্ত্রিত ইন্টারফেসের মাধ্যমে নিদিষ্ট গন্তব্যের কথা বলা যাবে,গাড়ীটি সে নিদিষ্ট গন্তব্যে নিয়ে যাবে।গাড়ীটিতে বক্স আকৃতির কোন চালকের আসন থাকবে না। গাড়ীটির ভেতরের দিকটা একটি ছোট রুমরে মতো দেখতে,যার মধ্যে চারটি আরামদায়ক আসন বিদ্যমান আছে।কাঠের প্যানেলিং এর মেঝে এবং স্বচ্ছ কাচের দরজা রয়েছে সমগ্র গাড়ী জুড়ে।একটি ছোট বাগান গাড়ীর পিছনে চমৎকার ডিজাইন করে বসানো হয়েছে। ভক্সওয়াগেন ডিজাইনের সহজলভ্যতার ফলে শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধীদের মতো কম মোবাইল ব্যবহারকারীদের জন্যও এটি সহজে ব্যবহারযোগ্য।ভক্সওয়াগেন চালকহীন গাড়ীর ধারনাটি নিয় এসেছে সকল শ্রেনীর মানুষের জন্য,যারা মূলত গতি উপলব্ধি করতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App