×

বিনোদন

নাট্যাঙ্গনে নির্বাচন : কারা আসবেন নেতৃত্বে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৮, ০১:২২ পিএম

নাট্যাঙ্গনে নির্বাচন : কারা আসবেন নেতৃত্বে?
উৎসব আমেজে চলছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম সম্মেলন। গত ৪ মে, শুক্রবার জাতীয় নাট্যশালায় সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও সারা যাকের। আজ ৫ মে, শনিবার অনুষ্ঠিত হবে ফেডারেশনের নির্বাচন। এর মধ্য দিয়ে নাটক পাড়ায় নতুন নেতৃত্ব আসবে। কারা আসবেন নাটক পাড়ার নেতৃত্বে? তা নিয়ে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। জানা গেছে, সারা দেশের ২৩৩টি নাট্য সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নাট্যজন এস এম মহসীন। নির্বাচনে ফেসবুক কিংবা প্রকাশ্যে পোস্টারের মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু এটি অভ্যন্তরীণ নির্বাচন, তাই ভোটারদের কাছে ফোনে, এসএমএস, ফেসবুকে ইনবক্সে প্রচারণা চালানো হচ্ছে। সারাদেশ থেকে বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিরা এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। জানা গেছে, এবারের নির্বাচনে ফেডারেশানের বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকীর সঙ্গে একই পদে প্রতিদ্বদ্বতা করছেন ঝুনা চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আক্তারুজ্জামানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল বায়েজিদ। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দন রেজা ও আহাম্মেদ গিয়াস। সভাপতিমন্ডলীর সদস্য পদে ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাকী ইনাম, অনন্ত হিরা, নাদের চৌধুরী ও অশোক রায় নন্দী। সিলেট বিভাগ থেকে অনিরুদ্ধ কর, শান্তনু’র নাম শোনা যাচ্ছে। এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে মীর জাহিদ ও রফিক উল্লাহ সেলিম। অনুষ্ঠান সম্পাদক পদে খন্দকার শাহ আলম ও কামরুন নূর চৌধুরী। প্রশিক্ষণ সম্পাদক পদে ফয়েজ জহির ও অভিজিৎ সেনগুপ্ত। প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু ও সাফায়েতুল ইসলাম। প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান সুরুজ ও মাসুদ পারভেজ মিজু। তথ্য ও গবেষণা সম্পাদক পদে জাহিদ রিপন, আব্দুল হালিম আজিজ ও আনোয়ারুল হক। আন্তর্জাতিক সম্পাদক পদে চঞ্চল সৈকত ও সগির মুস্তফা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ আর অনিক, শাহীন আহম্মেদ, শওকত, দিশা ও হাবিবুর রহমান। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তপন হাফিজের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউল হাসান জিয়া। অন্যদিকে দপ্তর সম্পাদক পদে শুক্রবার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাহীন খোরশেদুল আলম। দেশজুড়ে ছড়িয়ে থাকা নাট্য সংগঠনগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার লক্ষে ১৯৮০ সালে শুরু হয় ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পথ চলা। নানামুখী কর্মতৎপরতার মধ্য দিয়ে দেশের বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেডারেশন। ১৯৮১ সালে জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নাট্যাঙ্গনের নেতৃত্ব নির্বাচন করা হয়। সর্বশেষ ২০১৪ সালের এপ্রিলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের মাধ্যমে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। তখন প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে কমিটির মেয়াদকাল দুই বছরের স্থলে তিন বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে নিয়ম অনুযায়ী গত বছরের এপ্রিলে কমিটির মেয়াদ শেষে ২২তম সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতির কারণে দায়িত্বরত কমিটির মেয়াদ আরো এক বছর বাড়াতে আবেদন করলে সবার সম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয়। সেই মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর এবার নতুন সম্মেলনের তারিখ চ‚ড়ান্ত করা হয়। ৪ ও ৫ মে জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম সম্মেলন ও নির্বাচন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App