×

খেলা

মাস্টার্স ক্রিকেটে রাজশাহীর আরেকটি জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ০৪:০০ পিএম

মাস্টার্স ক্রিকেটে রাজশাহীর আরেকটি জয়
ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী মাস্টার্স। আর এই জয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে খালেদ মাসুদ পাইলটের দল। বৃহস্পতিবার কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী হারিয়েছে ঢাকা মাস্টার্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজশাহী ৪ রানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের ঢাকাকে। প্রথম ম্যাচে মাত্র ১ রানে জয় পেয়েছে ঢাকা। টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে রাজশাহী মাস্টার্স। জবাবে ঢাকা মাস্টার্স ৯ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে পারেনি। শেষ ওভারে ১১ রান দরকার ছিল ঢাকা মাস্টার্সের। কিন্তু রাজশাহীর আলমগীর কবিরের করা ওভার থেকে ৬ রানের বেশি তুলতে পারেননি এসএম গোলাম ফাইয়াজ ও ইমরান পারভেজ রিপন। ইনিংসে ওই এক ওভারই করেন আলমগীর। আর ২২ গজের ক্রিজে এক ওভার করে দলকে এনে দেন কাঙ্খিত জয়। তবে রাজশাহীর দ্বিতীয় ম্যাচের নায়ক ওয়াসেল উদ্দিন। প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ২৮ রান এবং পরবর্তীতে বল হাতে ৩ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ওয়াসেল। তার সঙ্গে ব্যাট হাতে সমান ২৮ রান করেন রাজশাহীর অধিনায়ক পাইলট। ২৪ বলে ৩ বাউন্ডারিতে তোলেন এ রান। এ ছাড়া আগের ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হওয়া আনিসুর রহমান ২৫ ও নিয়ামুর রশিদ ১৯ রান করেন। বল হাতে ঢাকা মাস্টার্সের সেরা বোলার সজল শাই। ২৪ রানে ৩ উইকেট নেন ডানহাতি স্পিনার। এ ছাড়া ২টি উইকেট নেন ফয়সাল হোসেন ডিকেন্স। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার রাশেদুল হক ২৯ রান করলেও টপ অর্ডারের বাকিরা ছিলেন ফ্লপ। মাঝে ফয়সাল হোসেন ১৫ ও সজল শাই ২৩ রান করে প্রতিরোধ গড়লেও শেষ হাসিটা হাসতে পারেনি ঢাকা। ৪ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে। বল হাতে রাজশাহীর সেরা বোলার মুশফিকুর রহমান বাবু। ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন জাতীয় দলের প্রাক্তন পেসার। এ ছাড়া ২টি উইকেট নেন স্পিনার এহসানুল হক মনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App