×

আন্তর্জাতিক

লিবিয়ার নির্বাচন কমিশন ভবনে আত্মঘাতী হামলা, নিহত ৯

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০১৮, ০৬:০৪ পিএম

লিবিয়ার নির্বাচন কমিশন ভবনে আত্মঘাতী হামলা, নিহত ৯
লিবিয়ার নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। জানা গেছে, সেখানে দু'জন আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন। এতে করে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জন। বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারি কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন করার সময় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এর আগে থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য ভোটারদের নিবন্ধন করানোর কাজ বেশ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছিল। দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের তিনজন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরার ত্রিপোলি প্রতিনিধি মাহমুদ আবদেল ওয়াহাব জানান, নিরাপত্তা রক্ষীদের মুখোমুখি হয়ে দু'জন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালাতে চালাতে নির্বাচন কমিশনের ভবনে প্রবেশের পর সেই অস্ত্রধারীরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে হইচই পড়ে যায়। নিরাপত্তা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইরাকের বিদ্রোহীরা কিংবা ইসলামিক স্টেট (আইএস) এই হামলার পেছনে থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App