×

আন্তর্জাতিক

ব্যাংককে জাতিসংঘ কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০১৮, ১০:২৮ পিএম

ব্যাংককে জাতিসংঘ কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভ
থাইল্যান্ডে সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত মানুষ রাজধানী ব্যাংককে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। পিপলস মুভমেন্ট ফর জাস্ট সোসাইটির (পি-মুভ) উদ্যোগে বুধবারের এ বিক্ষোভের মধ্য দিয়ে দেশটিতে গত কয়েকমাসের মধ্যে সামরিক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় গণঅসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে। থাইল্যান্ডের জান্তা সরকার কয়েকবার নির্বাচন পেছানোর পর ২০১৯ সালে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে। এ নির্বাচনের আগেই জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। কমিউনিটি কর্মীদেরকে সেনা ও পুলিশ যে ভয়ভীতি দেখাচ্ছে তার বিরুদ্ধেই বিক্ষোভ করছে তারা। কৃষক, শহরের দরিদ্র শ্রেণী এবং আদিবাসী জনগণ যাদের জোর করে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে তারা মূলত এ বিক্ষোভে অংশ নিচ্ছে। ব্যাংককের তিনটি জায়গায় বুধবার প্রায় নয়শ’ মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাদের নিয়ন্ত্রণে আনতে নগরজুড়ে তিনশতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। গভার্নমেন্ট হাউজ কমপ্লেক্সে কয়েকজন বিক্ষোভকারী সড়কে মাদুর বিছিয়ে অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহের অবস্থান ধর্মঘট পালনের পরিকল্পনা নিয়ে এসেছে বলে ধারণা করছে পুলিশ। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে থাইল্যান্ডে বহু বিক্ষোভ হয়েছে এমনকি সহিংস প্রাণঘাতী বিক্ষোভও হয়েছে। কিন্তু ২০১৪ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক সরকার ক্ষমতা নেওয়ার পর বাক স্বাধীনতা ওপর দমনপীড়ন চলেছে। নিষিদ্ধ হয়েছে মিছিল, সমাবেশ। ভোটের আগে শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার কথা বলে সরকার মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ করছে জনতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App