×

জাতীয়

ডিজিটাল আইনের বির্তকিত ধারাগুলো সংশোধনের সুযোগ রয়েছে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০১৮, ০৪:০৮ পিএম

আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো এখনও পরিবর্তনের সুযোগ রয়েছে। আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্ত গণমাধ্যমের বর্তমান চিত্র শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৮ উপলক্ষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) এ সেমিনারের আয়োজন করে। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোন উপনিবেশীয় সরকার নয়, যে কোন আইন করে তা জনগণের উপর চাপিয়ে দেবে। সবার মতামত নিয়েই ডিজিটাল নিরাপত্তা আইনটি চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন এডিটরস কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব ধারায় সাংবাদিকদের উদ্বেগ রয়েছে সেগুলো লিখিত আকারে তাদের সংসদীয় স্থায়ী কমিটির কাছে দিতে বলা হয়েছে। স্থায়ী কমিটির পরবর্তী সভায় লিখিত আপত্তি নিয়ে আলোচনা হবে। সভায় এডিটর'স কাউন্সিলের প্রতিনিধিদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিষ্টার তানজীব উল আলম। বক্তব্য রাখেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সিজিএ’র কোষাধ্যক্ষ চপল বাসার, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএ’র সহ-সভাপতি আব্দুর রহমান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App