×

পুরনো খবর

মুছে ফেলুন চোখের নিচের কালো দাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০১৮, ০৪:১৫ পিএম

মুছে ফেলুন চোখের নিচের কালো দাগ
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল নারী-পুরুষ নির্বিশেষে একটি সমস্যা। অনেক অসুখের কারণে যেমন চোখের নিচে কালো দাগ পড়তে পারে, তেমনই আছে আরও অনেক কারণ। স্ট্রেস, বিষণ্ণতা, ঘুম কম হওয়া, কাজের চাপ ইত্যাদি কারণেই দেখা দেয় ডার্ক সার্কেল। বলাই বাহুল্য যে এই ডার্ক সার্কেল দূর করার জন্য পাওয়া যায় হরেক রকমের প্রসাধনী সামগ্রী, যার অধিকাংশই কোনো ফল দেয় না। অনেক চেষ্টা করে হাঁপিয়ে উঠেছেন, তবু কিছুতেই দূর হচ্ছে না ডার্ক সার্কেল? আজ প্রিয়.কমের পাঠকদের জন্য নিয়ে এসেছি এমন এক পদ্ধতি, যা আপনার প্রসাধনীর খরচ কমিয়ে দেবে অনেকটাই। বিউটি এক্সপার্টদের প্রিয় এই টিপস প্রয়োগ করলে মাত্র ৭ দিনে মুছে যাবে চোখের নিচের কালো দাগ। রোজ রাতে ঘুমানোর আগে করবেন কেবল এই সহজ কাজটি। যা লাগবে গ্রিন টি ব্যাগ গরম পানি বেকিং সোডা ভিটামিন ‘ই’ যুক্ত ক্রিম বা ক্যাপসুল যা করবেন -গ্রিন টি ব্যাগ বানিয়ে ফুটিয়ে চা তৈরি করে নিন। অল্প পানিতে ফোটাবেন। -চা হলে অপেক্ষা করুন ২/৩ মিনিট, কুসুম গরম হওয়া পর্যন্ত। -এক কাপ চায়ের মাঝে এক চা চামচ বেকিং সোডা দিন, ভালো করে মিশিয়ে নিন। বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। -এই মিশ্রণে তুলো ভিজিয়ে চোখের নিচে দিয়ে রাখুন। শরীরের অন্য স্থান, যেমন হাঁটু বা কনুইতে দাগ থাকলে সেখানেও দিতে পারেন। -২০ মিনিট পর ধুয়ে নিন। -তারপর ভিটামিন ‘ই’ যুক্ত ক্রিম বা ভিটামিন ‘ই’ ক্যাপসুলের নির্যাস হাতে নিয়ে চোখের নিচে ও চারপাশে ম্যাসাজ করুন। চক্রাকারে ম্যাসাজ করবেন। অন্তত ২/৩ মিনিট। -এরপর ঘুমিয়ে পড়ুন। কয়েকবার ব্যবহারেই ফল পেতে শুরু করবেন। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, চোখের নিচের কালো দাগে খুব ভালো কাজ করে। টিপস এ ছাড়াও স্ট্রেস কম করার চেষ্টা করুন। অন্তত ৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর তাজা শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App