×

আন্তর্জাতিক

নিউইয়র্কে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ নামে নতুন সাংস্কৃতিক সংগঠন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০১ মে ২০১৮, ০১:৪০ এএম

নিউইয়র্কে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ নামে নতুন সাংস্কৃতিক সংগঠন
নিউইয়র্কে আত্মপ্রকাশ ঘটলো সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ নামে একটি নতুন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের । ক্রমবর্ধমান বাঙালি জাতি গোষ্ঠির সাংস্কৃতিক মিলনের উদ্দেশ্যেই এর পথচলা হবে বলে জানান সংগঠনটির নেতারা। তারা আরও জানান, নিউইয়র্ক হচ্ছে একটি বহুজাতিক সংস্কৃতির নগরী। প্রবাসের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সজাগ রাখতে পারলে দেশ ও প্রবাসের এক মেলবন্ধন রচনা হতে পারে। স্থানীয় সময় ২৮ এপ্রিল শনিবার জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল ৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন সৈয়দ কামরুল । শুভেচ্ছা বক্তব্য রাখেন, মূলধারার রাজনীতিক মমিনুল হক, সাংস্কৃতিক সংগঠক সেলিম ইব্রাহিম, মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল,সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক সমাজসেবক ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাস্ট্রের সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সাধ্যমত সহযোগিতা করে যাবেন । তিনি তার বক্তব্যে আরও বলেন, হিংসা, বিদ্বেষের বিরুদ্ধে একমাত্র সেক্যুলার হাতিয়ার হচ্ছে সাংস্কৃতিক বিকাশ। আর সেই অর্থে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ এক আশাজাগানিয়া বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। এতে অংশ নেন সংগঠনের শিল্পীরা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App