×

ফুটবল

লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৮, ০২:৩৪ এএম

লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক
লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক
লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক

Soccer Football - La Liga Santander - Deportivo de La Coruna vs Barcelona - Abanca-Riazor, A Coruna, Spain - April 29, 2018 Barcelona's Lionel Messi celebrates winning La Liga Santander with team mates after the match REUTERS/Miguel Vidal

লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক

মেসি করেছেন হ্যাটট্রিক

দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে রোববার রাতের ম্যাচে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। এ নিয়ে ২৫ বার লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। এবার মেসির হ্যাটট্রিকের সাথে যোগ হলো নয়া সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। সপ্তম মিনিটে দেপোর্তিভোর ডি-বক্সে ডান প্রান্তে থাকা ওউসমানে ডেম্বেলেকে পাস দিয়ে ভেতরে ঢোকেন মেসি। ততক্ষণে বার্সার মিডফিল্ডার ফিলিপে কুতিনহো সুবিধাজনক জায়গায় পৌঁছে গেলে তাঁর দিকে বল বাড়িয়ে দেন ডেম্বেলে। দেপোর্তিভোর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে কোনাকুনিভাবে বল জালে জড়িয়ে দেন সাবেক লিভারপুল তারকা কুতিনহো (১-০)। ১৭তম মিনিট টের স্টেগানের অসাধারণ সেভে রক্ষা পায় বার্সা। তবে ঠিক তখনই অফসাইডের ফাঁদে পড়ে দেপোর্তিভোর একটা গোল বাতিল হয়ে যায়। ৩৮তম মিনিটে দেপোর্তিভোর ডি-বক্সের ডান প্রান্তে থাকা সুয়ারেজকে পাস দেন ডেম্বেলে। লুইস সুয়ারেজ দুর্দান্ত ক্রস করেন মেসির উদ্দেশে। সুয়ারেজ থেকে পাওয়া বল দেপোর্তিভোর জালে জড়িয়ে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি। তবে গোল ব্যবধান কমাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি দেপোর্তিভোকে। ৪০তম মিনিটে ফরোয়ার্ড লুকাস পেরেজের গোলে ব্যবধান কমায় স্বাগতিকেরা (২-১)। ৬৪তম মিনিটে বার্সার দুর্বল রক্ষণের সুযোগ নেয় দেপোর্তিভো। বোর্গেসের দুর্দান্ত ক্রস থেকে নিচু শটে অসাধারণ গোল করেন দেপোর্তিভোর চলাক (২-২)। সমতায় ফিরে কিছু সময়ের জন্য তেতে ওঠে দেপোর্তিভো। গোল হজম করে মুহূর্তের জন্য খেই হারিয়ে ফেলেন বার্সার খেলোয়াড়েরা। ৭৮তম মিনিটে মেসির শট আটকে দেয় দেপোর্তিভোর রক্ষণ। মিনিট দুয়েক পর গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। তবে জয়সূচক গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসি-সুয়ারেজদের। ৮২তম মিনিটে দেপোর্তিভোর ডি-বক্সে দুর্দান্ত গতিতে ঢোকেন মেসি। সুয়ারেজকে পাস দিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান আর্জেন্টাইন তারকা। সুয়ারেজের কাছ থেকে ফিরতি পাসে দেপোর্তিভোর জালে বল জড়ান (৩-২)। ৮৫তম মিনিটে আবারও সুয়ারেজ-মেসি। এবারও সুয়ারেজের পাস থেকে মেসির তিন নম্বর গোল (৪-২)। ৮৭তম মিনিটে ইভান রাকিতিচের বদলে মাঠে নামেন চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া প্যানিশ তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্ত। ঘরোয়া ডাবল জিতে বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার  আর কোচ হিসেবে প্রথম মৌসুমে বনেদী লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন এরনেস্তো ভালভেরদে। উল্লেখ্য, চার ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করা বার্সেলোনার পয়েন্ট ৮৬। দেপোর্তিভো আলাভেসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭১। দিনের আরেক ম্যাচে এইবারের সঙ্গে গোলশূন্য ড্র করা ভালেন্সিয়া ৩৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। [caption id="attachment_53534" align="alignnone" width="787"] মেসি করেছেন হ্যাটট্রিক[/caption] মেসির নতুন রের্কড ২০০৯-১০ মৌসুমে প্রথমবার লিগে ৩০ গোল করেছিলেন মেসি। এরপর টানা তিন মৌসুমে এই সাফল্য ধরে রাখেন তিনি। ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন মেসি। পরের মৌসুমে করেছিলেন ৪৬টি। মাঝে শুধু ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি মেসি। ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ৪৩ গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে লিগে ৩২ ম্যাচে করেন ৩৭ গোল। তবে, রোববার রাতে দেপোর্তিভো লা করুনার মাঠে দলের দ্বিতীয় গোল করে অনন্য কীর্তিটি গড়েন মেসি। ম্যাচটি ৪-২ গোলে জিতে ২৫তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। আর দেপোর্তিভোর বিপক্ষে শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে তার মোট গোল ৩২টি। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করে নিজের আগের রেকর্ড নিজেই ভাঙলেন এ তারকা। উল্লেখ্য এই মৌসুমে কোপা ডেল রের পর লা লিগার শিরোপার দখল নিল বার্সেলোনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App