×

আন্তর্জাতিক

নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করলো বাফা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৮, ১০:১২ পিএম

নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করলো বাফা
নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করলো বাফা
নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করলো বাফা
নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করলো বাফা
অসাধারন সব পরিবশেনা আর উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করলো বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট বাফা। গতকাল ২৯ এপ্রিল রোববার বিকালে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্কের এই অতি পরিচিত সংগঠনটি। স্টার্লিং এভিনিউএর পিএস ১২৭ এর সুপরিসর মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিলো অনুষ্ঠানটি উপভোগ করতে আসা শ্রোতা দর্শকে। লাল সাদা শাড়ি ও পাঞ্জাবীতে সেজে পরিবার পরিজনসহ এতে অংশ নেন কয়েক'শ প্রবাসী বাংলাদেশী। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করেন বাফার শতাধিক সদস্য। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা ছিলো নৃত্যনাট্য পল্লী কবি জসিম উদ্দিনের নকশী কাথার মাঠ। দর্শকদের মুহুর্মুহু করতালিতে নৃত্যনাট্যের প্রতিটি পর্ব উপভোগ্য হয়ে ওঠে। এদেশে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশীদের সন্তানরাও দারুনভাবে উপভোগ করেন পল্লী কবির এই অসামান্য সৃষ্টি। অনুপ কুমার দাশ এর কোরিওগ্রাফিতে ও ফরিদা ইয়াসমিন ও অনুপ কুমার দাশের যৌথ পোশাক নির্দেশনায় এতে সাজু চরিত্রে মিথুন দেব ও রুপাই চরিত্রে মৃদুলা আলম অভিনয় করেন। এছাড়া অন্যান্য চরিত্র রুপদান করেন, মার্জিয়া স্মৃতি, অন্তরা সাহা, নিরমা গোলদার, ইশা রায়। নৃত্য দলে ছিলেন, সানজিদা ইসলাম, কৃষ্ণা প্রিয়া দেব, ফাহিতা নুর, আনিকা কাওসার, অর্পিতা, কথা, অদিতি, তুলসি, তৃষা রায়, ইশানি চৌধুরী, নুজহাত ফাইজা, আনিকা সাহা, নির্জা, রিয়া, মায়া এবং নোরা। এর আগে বাফার শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মোহন বাশি বাজে নামের পর্বটিতে অংশ নেন আবৃত্তি, অমৃতা, পারমিতা, অপ্সরা, রুচি, কথা, অদিতি, নোরা, মায়া, ঝারা, দিবা, তুলসি, রিয়া, নিরজা, তিশা, কৃষ্ণা ও চৈতন্য। এছাড়া জাবেদ ইকবাল, আনোয়রুল হক লাভলু, মোঃ জুনায়েদ, শামীম আরা বেগম, পল্লব সরকার, জান্নাতুল ফেরদৌস আরা, সুলতানা আক্তার ডলি, লুসি হাসান, ফারজানা বেগম, সৈয়দা শারমিন নাসরিন, বেনজির শিকদার, কানিজ ফাতেমা, ফারহানা ইয়াসমিন, এবং সৈয়দ কামরুজ্জামানের আমি চাই পথের আলো পর্বে দলীয় ও একক আবৃত্তি, ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ঠিকানার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাহিত্য একাডেমির পরিচালক মোশারফ হোসেন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট বাফার চেয়ার পারসন ফরিদা ইয়াসমিন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাফা। এতে রঙ বেরঙের ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে এতে অংশ নেন সংগঠনটির কয়েকশ সদস্য এবং প্রবাসী বাংলাদেশীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App