×

জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস জাতিসংঘের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৮, ০৪:৫৫ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস জাতিসংঘের
বিশ্ব দরবারে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। একইসঙ্গে বাংলাদেশ-মিয়ানমারের গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তারা। বান্দরবান ও কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে এ কথা জানান তারা। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের মুখে প্রায় সাত লাখ মিয়ানমারের নাগরিক দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা এখন বান্দরবান এবং কক্সবাজার জেলার কয়েকটি আশ্রয় শিবিরে বসবাস করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমারের কারণেই রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক মহল সেটি অনুধাবন করেছে। আজ রোববার সকালে বান্দরবানের তমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পরিদর্শনে যান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের ২৬ সদস্য। সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় প্রতিনিধি দলকে নির্যাতনের বর্ণনা দেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিনিধি দলের কয়েকজন সদস্য। আশ্বাস দেন সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার। প্রতিনিধিদের একজন বলেন, আমরা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি তাদের সার্বিক অবস্থা জেনেছি। প্রতিনিধি দলের অন্য এক সদস্য বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। আমরা সফর শেষে তাদের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরব। এরপর কক্সবাজারের উখিয়ার থাইংখালী ও কুতুপালং আশ্রয় শিবির পরিদর্শনে যান প্রতিনিধি দলটি। কুতুপালংয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫টি সদস্য রাষ্ট্রের ২৬ জন প্রতিনিধি চারদলে বিভক্ত হয়ে আশ্রয় শিবির ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারা (প্রতিনিধিদলের সদস্যরা) সমস্যার গভীরতা বোঝেন। তারা এই ব্যাপারে নজর দেবেন বলেও জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App