×

তথ্যপ্রযুক্তি

আইফোন এসই২ এর ছবি ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৮, ০৪:২৬ পিএম

আইফোন এসই২ এর ছবি ফাঁস
আগেই জানা গেছে আইফোন এসই এর দ্বিতীয় সংস্করণ আসছে আগামী মে মাসে। কিন্তু জুন মাসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে ফোনটি প্রদর্শনের আগেই এসই২ এর ছবি ফাঁস হয়েছে। ফোনটির ছবি এই ওয়েবসাইট থেকে ফাঁস করা হয়। ছবিতে দেখা গেছে, ফোনটির পেছনে মেটাল কভারের জায়গায় ব্যবহার করা হয়েছে গ্লাস। তাই ফোনটি ওয়্যারলেস চার্জিং সুবিধা সম্বলিত হবে বলে ধারণা করা হচ্ছে।ফোনটির ডিজাইন ২০১৬ সালে বাজারে আসা আইফোন এসই এর কাছাকাছি। এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে না। বর্তমানে শুধু ৬এস ও এসই ফোনেই হেডফোন জ্যাক রেখেছে অ্যাপল। পেছনে মেটাল কভারের জায়গায় ব্যবহার করা হবে গ্লাস। তাই ফোনটি ওয়্যারলেস চার্জিং সুবিধা সম্বলিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট বাটন থাকছে তাই এটি দেখতে আইফোন ১০ এর মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রসেসর হিসেবে ব্যবহৃত হবে এ১০ ফিউশন চিপ। যা এইএফআইএফ ইমেজ ফরম্যাট সমর্থন করবে এবং এইচইভিসি ভিডিওর আকার সঙ্কোচন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App