×

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের আয়ের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ০৩:৩৬ পিএম

স্যামসাংয়ের আয়ের রেকর্ড
দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা করেছে এক হাজার ৭৪ কোটি মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৫২ দশমিক ১১ শতাংশ বেশি। বৃহস্পতিবার স্যামসাং ২০১৮ সালের প্রথম প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করে। প্রতিষ্ঠানটি এই আয় করেছে মূলত দুটি জায়গা থেকে। তাদের মেমোরি চিপ ইউনিট থেকে এই আয় বেশি হয়েছে। একই সঙ্গে এই প্রান্তিকে গ্যালাক্সি এস৯ ফ্ল্যাগশিপটির বিক্রিও বেশ ভালো হয়েছে। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকের এই আয় ২০১৭ সালের শেষ প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। এছাড়াও এই সময়ে পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে ৫৮ দশমিক ০৩ শতাংশ। এর ফলে স্যামসাং প্রথম প্রান্তিকে একটা রেকর্ড করেছে। যদিও এই সময়ে প্রতিষ্ঠানটির টার্নওভার বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App