×

তথ্যপ্রযুক্তি

ভারতের বাজারে শাওমির শীর্ষস্থান দখল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ০৪:৫২ পিএম

ভারতের বাজারে শাওমির শীর্ষস্থান দখল
ভারতের স্মার্টফোন বাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শীর্ষস্থান দখলে রেখেছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা শাওমি। প্রান্তিকটিতে স্মার্টফোন বাজারে শাওমির দখল ছিল ৩১ দশমিক ১ শতাংশ। একই সময়ে ৩৫ দশমিক ৮ শতাংশ নিয়ে ফিচারফোন বাজারে শীর্ষস্থানে ছিল জিওফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ এ তথ্য প্রকাশ করেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২৬ দশমিক ২ শতাংশ নিয়ে স্মার্টফোন সরবরাহে দ্বিতীয় স্থানে ছিল স্যামসাং। ৫ দশমিক ৮ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে ছিল ভিভো। প্রান্তিকটিতে ফিচারফোনের সরবরাহ দ্বিগুণ বেড়েছে। তবে স্মার্টফোনের বাজার অপরিবর্তিত রয়েছে। প্রথম প্রান্তিকে ভারতের মোবাইল ফোনের সামগ্রিক বাজার গত বছরের একই সময়ের চেয়ে ৪৮ শতাংশ বেড়েছে। শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ড তালিকায় হুয়াওয়ে প্রথমবারের মতো জায়গা পেয়েছে। প্রান্তিকটিতে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ড বাজারের ৭০ শতাংশের বেশি দখলে রেখেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক আনশিকা জৈন বলেন, প্রথম প্রান্তিকে শাওমি ও স্যামসাং যৌথভাবে ভারতের স্মার্টফোন বাজারের ৫৮ শতাংশ দখলে রেখেছে। অনলাইন ও অফলাইনে ফোন বিক্রি বাড়ায় শাওমির বাজার দখল বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতে চীনা ব্র্যান্ডগুলোর দখল বেড়েছে। প্রান্তিকটিতে চীনা ব্র্যান্ডের দখলে ছিল ৫৭ শতাংশ, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ৫৩ শতাংশ। চীনা ব্র্যান্ডের মধ্যে শাওমির রেডমি নোট ৫ ও ৫ প্রো সবচেয়ে জনপ্রিয় ডিভাইস ছিল। একই সময়ে স্যামসাংয়ের গ্যালাক্সি জে৭ এনএক্সটি ও জে২ ডিভাইসের বিক্রি বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে জিওফোনের চাহিদা বেড়েছে। প্রান্তিকটিতে জিওর বাজার দখল প্রায় ৩৬ শতাংশে পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App