×

জাতীয়

নানকের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ১০:৫৪ পিএম

নানকের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন ন্যাম ভবনে আন্দোলনকারীদের সঙ্গে নানকের আলোচনা চলছে।

শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকারীদের ন্যাম ভবনে আলোচনায় আসার জন্য ডাকা হয়। এরপর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ন্যাম ভবনের উদ্দেশ্যে রওনা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক জানান, ‘প্রজ্ঞাপন জারি, মামলা প্রত্যাহার ও আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলবো।’

কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে সংগঠনটি। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এখনো তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়নি।

আন্দোলনকারীরা বলছেন, এ মাসের মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা মে মাস থেকে আবারও আন্দোলনে নামবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App