×

তথ্যপ্রযুক্তি

রক্তদাতাদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ইনফোব্লাড ডট অরগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৮, ০৩:৫৫ পিএম

রক্তদাতাদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ইনফোব্লাড ডট অরগ
রক্তদাতাদের তথ্য সংরক্ষন এর জন্য সর্ববৃহৎ ডাটাবেজ নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েরবসাইট সাথে থাকছে মোবাইল অ্যাপস, ৬৪ টি জেলার জন্য থাকছে আলাদা সার্চ সুবিধা, প্রতিটি রক্তদাতার জন্য রয়েছে আলাদা লগিন এর সুবিধা যেখানে রক্তদাতা নিজেই তার তথ্য হালনাগাদ করতে পারবে এছাড়া ও কবে কোথায় রক্ত দান করেছেন তার তথ্য আপডেট করতে পারবেন, রক্ত দেওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য রক্তদাতার তথ্য লুকানো থাকবে এবং রক্ত দেওয়ার সময় হলে স্বয়ংক্রিয় ভাবে রক্তদাতার নিকট মোবাইলে  ও ইমেইল  মেসেজ চলে যাবে, রক্তদাতা ছাড়া ও রক্তদাতাদের নিয়ে গড়ে উঠা বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান এই সাইট এ নিজেদের তথ্য রাখতে পারবেন, ক্লোজ গ্রুপ ও ওপেন গ্রুপ দুভাবেই নিজদের  তথ্য হালনাগাদ করতেপারবে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় ওয়েবসাইট ও অ্যাপস এর কাজ এগিয়ে চলছে, ইতিমধ্যে প্রায় ২৩০০০ জন ব্লাড ডোনার ও ৮ টি প্রতিষ্ঠান এই সাইট এ নিজেদের তথ্য হালনাগাদ করেছে, রক্তের প্রয়োজনে যে কেউ ওয়েবসাইট এ ব্লাড গ্রুপ , জেলা ও লোকেশন দিয়ে সার্চ করে ডোনার কে রক্তের জন্য অনুরধ করতে পারে, ডোনারদের ব্যক্তিগত তথ্য গোপনভাবে রাখা হয়, রক্ত গ্রহিতার অনুরোধ সাথে সাথে রক্তদাতার মোবাইলে মেসেজ এর মাধ্যমে চলে যায়, সম্পূর্ণ ভলান্টিয়ার দিয়ে পরিচালিত। ইনফোব্লাড ডট অরগ এর পরিচালক আরিফুল হাসান অপু বলেন, রক্তের প্রয়োজন এর সময় আমরা বুঝতে পারি রক্তদাতার তথ্য কত গুরুত্বপূর্ণ, রক্তের অভাবে যেন কেউ আরা মারা না যায় এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৮ সালের মধ্যে আমরা ১ লক্ষ রক্তদাতাকে আমাদের ডাটাবেজ এ আনতে চাই, এবং ২০২৮ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি রক্তদাতার তথ্য আমরা হালনাগাদ করতে চাই, এই কাজের জন্য তিনি সকল রক্তদাতা ও রক্তদাতাদের নিয়ে কাজ করা সকল সংগঠন এর সহযোগিতা চেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App