×

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব, ইউএসএ’র আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৮, ০৯:৫৮ এএম

নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব, ইউএসএ’র আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান
নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব, ইউএসএ’র আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব, ইউএসএ’র আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান ‌'এসো মাতি বাঙালির প্রাণের উৎসবে' অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৮ এপ্রিল বুধবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হল মিলনায়তনে হাজির ছিলেন প্রবাসের সকল শ্রেনী পেশার প্রবাসী বাঙ্গালী। বর্ষবরণের অনুষ্ঠানের মাঝে ছিল বৈশাখী গান , নৃত্য, কবিতা, জাদু প্রদর্শনী ও পান্তা ইলিশ। শিবলী সাদিক ও সাধারন সম্পাদক মাহফুজ হায়দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল আমিন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতাউর রহমান ভূইয়া মানিক। তিনি বলেন, বাঙ্গালীর নববর্ষ আজ আন্তর্জাতিক রূপ পাচ্ছে। বিশ্বের যেখানেই বাংগালী সেখানেই প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়। আগামী প্রজন্ম ও বিশ্ববাসীর কাতারে আমাদের নববর্ষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্যে বলেন, ১লা বৈশাখে প্রবাসে এসেও এখন মনে হয় বাংলাদেশেই আছি । আর জ্যাকসন হাইটস মানেই একখন্ড বাংলাদেশ । সভাপতির বক্তব্যে নূরুল আমিন বাবু বলেন বর্ষবরণ ঘিরে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে। এ দিনেই স্মরণ হয়, সবার পরিচয় একটিই- আমরা সবাই বাঙালি। তিনি বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরী, হারুন ভূইয়া, আবুল ফজল দিদার,দেবাশীষ বাবলু ,রাশেদ আহমেদ, জাকারিয়া চৌধুরী, বিপ্লব সাহা,গিয়াস মজুমদার প্রমুখ । অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী সহ প্রবাসের শাহ মাহবুব ,লীনা, সেলিম ইব্রাহীম, সবিতা দাস,মৌ প্রমুখ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App