×

বিনোদন

নতুন নাটকে সরগরম নাট্যাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৮, ০৪:১৩ পিএম

নতুন নাটকে সরগরম নাট্যাঙ্গন
নতুন নাটকে সরগরম এখন ঢাকার নাট্যাঙ্গন। চলতি সপ্তাহেই ঢাকার মঞ্চে এসেছে ৩টি নতুন নাটক। আজ সন্ধ্যায়ও রয়েছে আরেকটি নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। এই সপ্তাহে মঞ্চে আসা তিনটি নাটক হলো প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘হাছনজানের রাজা’, দ্যাশ বাংলা থিয়েটারের ‘কালিন্দী’ ও নাগরিক নাট্য স¤প্রদায়ের ‘ওপেন কাপল’। এ ছাড়া আজ ২১ এপ্রিল সন্ধ্যায় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘দ্য অ্যালকেমিস্ট’ নামের আরেকটি নতুন নাটক। সব মিলিয়ে নতুন নাটকে জমজমাট এখন ঢাকার নাটক পাড়া। দেশের প্রথম সারির নাট্য সংগঠন নাগরিক নাট্য স¤প্রদায় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব আয়োজন করে গত ১৩-১৫ এপ্রিল। রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে উৎসবে শেষদিন মঞ্চস্থ হয় নাটক ‘ওপেন কাপল’। এর আগে শ্রæতি নাটক হিসেবে এটি মঞ্চস্থ হলেও সারা যাকেরের নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গত ১৫ এপ্রিল। দারিও ফো ফ্রাঙ্কা রামে রচিত নাটকটি রূপান্তরের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন সারা যাকের। অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু ও সারা যাকের। গত ১৭ এপ্রিল দ্যাশ বাঙলা থিয়েটার মঞ্চে নিয়ে আসে তাদের দ্বাদশ প্রযোজনা ‘কালিন্দী’। নাট্যাচার্য সেলিম আল দীনের যৈবতী কন্যার মন নাটকের ‘কালিন্দী’ অংশকে পূর্ণাঙ্গ নাট্যরূপে দর্শকের সামনে তুলে ধরা হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন রশিদুল ইসলাম। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, অষ্টাদশ শতকের গীতিকা পালার সঙ্গে ধর্মকাব্যের দ্বা›িদ্বক ছবি কালিন্দী আখ্যান। একালে বাঙালি সংস্কৃতির সঙ্গে উগ্র ধর্মবাদীদের প্রকট দ্ব›দ্ব কালিন্দীর প্রাসঙ্গিকতা বাড়িয়ে দেয়। তাই কালিন্দী মঞ্চে তোলা। পদাবলির ধারায় নির্মিত কালিন্দী নাটকে অভিনয় করছেনÑ গোধূলি মাহজেবিন, মাধবীলতা, সোহাগ ধর, মানিক সরকার, সোহানুর রহমান, আননুর রাশাদ, রাহাতুল হাবীব, শাহরিয়া খান ও উৎসব বৈরাগী। বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর গত ২০ এপ্রিল মঞ্চে এনেছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। এ দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। আজ ২১ এপ্রিল পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। শাকুর মজিদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকের নির্দেশক অনন্ত হিরা বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষণ শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ছিলেন হাছন রাজা। একই সঙ্গে সাধক হিসেবে বিশ্বব্যাপী তিনি সুপরিচিত। তাকে নিয়েই নাটক ‘হাছনজানের রাজা’। এই নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হিসেবে ছিলেন হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরামর্শক হিসেবে ছিলেন বাংলাদেশের প্রবীণ আলোক পরিকল্পক ঠাÐু রায়হান, আলোক পরিকল্পনা করেছেন তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা। আজ ২১ এপ্রিল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় উদ্বোধনী মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের নতুন নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’। পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ। নির্দেশক জানান, এটি জাবি নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা হিসেবে কিছুদিন আগে মঞ্চস্থ হয়েছে। এবার কিছুটা পরিমার্জন করে ঢাকার মঞ্চে নাটকটি আনা হচ্ছে। গত ১৮-১৯ এপ্রিল টানা তিনদিন নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়েছে। আজ সন্ধ্যায় নাটকটি দর্শকের সামনে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এ ছাড়া চলতি মাসেই জাবি নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ মঞ্চে এনেছে ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় নতুন নাটক ‘দেবদাস’। গত ১০ এপ্রিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App