×

আন্তর্জাতিক

নির্বাচনী আইন পরিবর্তনের দাবিতে সেনেগালে বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ০৬:০৪ পিএম

নির্বাচনী আইন পরিবর্তনের দাবিতে সেনেগালে বিক্ষোভ
নির্বাচনী আইন পরিবর্তনের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে সেনেগালে। ২০১৯ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। বিরোধীদলের নেতারা বলছেন, নির্বাচনী আইন পরিবর্তন করা হলে গণতন্ত্র ফিরে আসবে। তাদের দাবি একেবারেই গণতান্ত্রিক বলেও মন্তব্য করেছেন একাধিক নেতাকর্মী। তবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নির্বাচনী আইন পরিবর্তনের কোনো ইচ্ছা নেই। তারা বিক্ষোভের বিরোধীতা করছেন। বিক্ষোভকারীদের বিভিন্ন স্থানে বাধা দিয়েছে পুলিশ। এমনকি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, কোথাও কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না। ইতোমধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। বেশ কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। বিরোধীদলের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে চাপে ফেলতে গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App