×

আন্তর্জাতিক

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আলোচনা সভা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ০৭:১৬ এএম

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আলোচনা সভা
নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে সংগঠনটি যথাযোগ্য মর্যাদায় দিনটিকে স্মরণ করে। আয়োজন করা হয় আলোচনা সভার। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে ১৮ এপ্রিল বুধবার রাতে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সেলিম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সৈয়দ বশারত আলী, সহ-সভাপতি মাহবুবুর হমান, লুৎফুল কবীর, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, আতাউল গণি আসাদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা নান্টু মিয়া, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন্নাহার গিনি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকারকে বৈধ সরকার উল্লেখ করে বলেন, এই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বাঙালি জাতির স্বাধীনতা এতে দিতে সেদিন যে নেতারা নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশে নেই চার নেতাকে আমরা জেল খানার মধ্যে হত্যা করেছি। আমরা যে কত অকৃতজ্ঞ জাতি এটাই তার প্রমাণ। এখন সময় এসেছে জাতির জনকের কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় এনে সেই ঋন শোধ করার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App