×

আন্তর্জাতিক

সৌদিতে জয়েন্ট গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় কাতারের সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৮, ০২:৫৩ পিএম

সৌদিতে জয়েন্ট গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় কাতারের সেনাবাহিনী
কাতারের সেনাবাহিনী সৌদি আরবে জয়েন্ট গালফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। কাতারের সঙ্গে সৌদিসহ চার আরব দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, মার্চের ২১ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত সৌদির পূর্বাঞ্চলীয় জুবেইল শহরের উত্তরাঞ্চলীয় রাস আল খাইর শহরে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বি. জেনারেল খামিস মোহামেদ দেবলানের নেতৃত্বে কাতারের সশস্ত্র বাহিনীর সদস্যরা ওই মহড়ায় অংশ নেন। সেখানে আরও প্রায় ২৫টি দেশের স্থল, জল এবং বিমান বাহিনীর সদস্যরা যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। কাতার নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, সৌদির সেনা বাহিনীর প্রধান লে. জেনারেল ফায়েদ বিন হামেদ আল রয়াইলির আমন্ত্রণে কাতারের সেনাপ্রধান মেজর জেনারেল ঘানেম বিন শাহিন আল ঘানেম সমাপনী মহড়ায় অংশ নেন।যৌথ মহড়ায় সেনাবাহিনীর বেশ কিছু কৌশল এবং অনুশীলন অন্তর্ভূক্ত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App