×

জাতীয়

আচরণবিধি মানছেন না জাহাঙ্গীর ও হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৮, ০৩:৪৬ পিএম

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে প্রধান দুই দলের মেয়র প্রার্থীই আচরণবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে- নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল ও শোডাউন করা যাবে না। এ ছাড়া প্রতীক বরাদ্দের আগে প্রার্থী নিজে বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে না। নির্বাচনী পোস্টার দেয়ালে সাঁটানো যাবে না। এমনকি কোনো প্রকার লিফলেট এবং হ্যান্ডবিলও বিতরণ করা যাবে না। কিন্তু এসবের কিছুই মানছেন না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। আর এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব রয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনিয়ম বন্ধে ১৫টি মোবাইল কোর্ট পরিচালনার কথা থাকলেও বাস্তবে এর প্রতিফল ঘটছে না বলে অভিযোগ ভোটারদের। জানা গেছে, গতকাল বুধবার সকালে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম তার বাসভবনে জেলার মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় ছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনবিষয়ক বৈঠক করেন। পরে তিনি নগরীর ৩০নং ওয়ার্ডের কানাইয়া এলাকায় এক দোয়া মাহফিলে যোগ দেন। ওই দোয়া মাহফিলে অনেকের হাতেই জাহাঙ্গীর আলমের ছবি, দলীয় প্রতীক ও নির্বাচনী ইশতেহার সংবলিত লিফলেট দেখা গেছে। লিফলেটটির একপাশে প্রার্থীর ছবি ও দলীয় প্রতীক এবং অপর পাশে নির্বাচনী ইশতেহার লেখা আছে। এলাকাবাসী জানিয়েছে, গতকাল বেলা ১২টার দিকে জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দেন। তার আগমনের আগে ও পরে ব্যান্ডপার্টিসহ ওই এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কর্মী-সমর্থকরা। কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, তাদের বিদ্যালয় প্রাঙ্গণেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিতে সকালের শিফটের শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরাও একযোগে অভিভাবকসহ স্কুলে চলে আসে। তাছাড়া পার্শ্ববর্তী দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীরাও ওই মাহফিলে যোগ দেয়। ফলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দুপুর ১২টার দিকে মেয়রপ্রার্থী ওই মাহফিলে যোগ দেন। ১২টা ১৫ মিনিটে স্কুল প্রাঙ্গণে অন্যদিনের মতো পিটি-প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাহফিলের কারণে তা হয়নি। প্রায় এক ঘণ্টা ধরে অনুষ্ঠান চলায় শিক্ষার্থীদের পাঠদানও ব্যাহত হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, খবরটি আমার কানে এসেছে। ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এ ব্যাপারে খোঁজখবর নিতে বলা হয়েছে। তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, তদন্তে সত্যতা মিললে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। এদিকে গতকাল বিকেলে টঙ্গীতে বিএনপির ওয়ার্ডভিত্তিক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবনে আয়োজিত এ সভায় সিটি নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক ড. খন্দকার মোশারফ হোসেন ও সদস্য সচিব ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এদিকে, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা মিছিল সহকারে এ সভায় যোগ দেন। ক্ষণে ক্ষণে মুহুর্মুহু স্লোগানে ঘরোয়া সভাটি জনসভায় পরিণত হয়। সভার আগে-পরে ভোটারদের মাঝে হাসান উদ্দিন সরকারের ছবি ও দলীয় প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীতে প্রায়ই এ ধরনের সভা অনুষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App