×

আন্তর্জাতিক

নিউইয়র্কে শশ্মান তৈরীর উদ্যেগ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৮, ০২:৪৬ এএম

নিউইয়র্কে শশ্মান তৈরীর উদ্যেগ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের
নিউইয়র্কে শশ্মান তৈরীর উদ্যেগ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের
নিউইয়র্কে শশ্মান তৈরীর উদ্যেগ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের
নিউইয়র্ক প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের শবদেহ সৎকারের জন্য খুব শিগগিরই শশ্মান নির্মাণ করার সিন্ধান্ত নিয়েছে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন। একই সঙ্গে সংগঠনটি কালীমন্দির ও ফিউনেরাল হোম স্থাপন করবে বলে জানিয়েছে। এজন্য প্রয়োজনীয় পেপারওয়ার্ক শুরু হয়েছে বলে জানানো হয়। এই কল্যান উদ্যেগ বাস্তবায়নের জন্য ভক্তরা অনুদান দেয়া শুরু করেছেন। সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস রোজভেল্ট এভিনিউ এর ওম শক্তি মন্দিরে এক সমাবেশে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসব তথ্য জানান। তারা বলেন, ক্রমবর্ধমান প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় এখন নিউইয়র্কের সর্বত্রই বসবাস করছেন। কাজেই প্রবাসী হিন্দু সমাজের প্রথা ও রীতি অনুযায়ী শবদেহ সৎকারের জন্য কালীমন্দির ও ফিউনেরাল  হোম নির্মানের দাবী অনেকদিন থেকেই চলে আসছে । যার লক্ষ্যে ইতিমধ্যেই প্রতিমাসে ভক্তবৃন্দ অনুদান প্রদান করে চলেছে। সভা থেকে বক্তারা আরো জানান, মন্দির ও শ্বশান প্রকল্প বাস্তবায়নের জন্য নিউইয়র্ক সিটির যথাযথ দপ্তরে প্রাথমিক পেপারওয়ার্কের কাজ শুরু করা হয়েছে । প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশী হিন্দু ধর্মালম্বী ছাড়াও যে কোন দেশের ক্রিমেশনে আগ্রহী প্রবাসীরা তা ব্যবহার করতে পারবে বলেও জানান উদ্যোক্তারা । সভায় বক্তব্য রাখেন ডা: নিহার সরকার, উজ্জ্বল রায়, নিখিল মন্ডল, দীপংকর রায়, বিজয় কৃষ্ণ ভৌমিক ,উওম মন্ডল, হিমান রায়, প্রিতীশ বালা, সুরুজ শীল প্রমুখ । সমাবেশের সমাপ্তি টানা হয় বিশ্বের সকল মানবজাতির কল্যানে শান্তি প্রার্থনার মধ্য দিয়ে। উল্লেখ্য নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী হিন্দু ধর্মালম্বীর সঠিক পরিসংখ্যান না থাকলেও গত বছর সিটির জ্যামাইকা,জ্যাকসন হাইটস,উডসাইড, ব্রঙ্কস,ব্রুকলীনে মোট ১২ টি দূর্গাপূজা বাংলাদেশীদের আয়োজনে সম্পন্ন হয় এবং সেখানে শত শত প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App