×

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি : রিকশা র‌্যালি আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৮, ১০:৩৯ এএম

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি : রিকশা র‌্যালি আজ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার রিকশা র‌্যালি বের করবেন চাকরি প্রার্থীরা। বেলা ১১ টায় র‌্যালিটি শাহাবাগ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রেসক্লাবে যাবে। সেখান থেকে পুনরায় শাহাবাগে ফিরে আসবে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন, পূর্ব ঘোষিত হওয়ায় এই কর্মসূচি পালন করা হবে। তবে আমাদের কর্মসূচি হবে অহিংস। সরকারের দৃষ্টি আকৃষ্ট করতেই আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি।

এর আগে গত ৩১ মার্চ একই দাবি জানিয়ে ঢাকায় সমাবেশ করেন চাকরিপ্রার্থীরা। সঞ্জয় দাস বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর; যখন ৫০ ছাড়াল, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হল ৩০ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা অপরিবর্তিতই রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App