×

আন্তর্জাতিক

ইরানি ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল: ইসরাইল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৮, ১১:০২ এএম

ইরানি ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল: ইসরাইল

ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের আকাশসীমায় ভূপাতিত করা ইরানি ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল এবং হামলার জন্যই পাঠানো হয়েছিল। ড্রোনটির গতিপথ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যভিত্তিক তদন্তের পর শুক্রবার তারা এমনটাই জানান।

এ ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, ইরান এই ড্রোন চালিয়ে ইসরাইলের ভূখণ্ডে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু যুদ্ধের জন্য নির্মিত হেলিকপ্টার হামলাটি তারা প্রতিহত করেছে। ইরানি ড্রোনটি সিরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ানো হয়েছিল। এই বিমানঘাঁটিতে পরে ইসরাইল বিমান হামলা চালায়। এই হামলায় ইসরাইল একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান হারায়।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App