×

আন্তর্জাতিক

মালিতে শান্তিরক্ষী ছদ্মবেশে হামলা, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৮, ১২:২৪ পিএম

মালিতে শান্তিরক্ষী ছদ্মবেশে হামলা, নিহত ১
মালিতে রকেট ও গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। শনিবার দেশটির টিম্বাকটু বিমানবন্দরের কাছে এ হামলা চালানো হয় বলে বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, ফ্রান্স ও জাতিসংঘের বাহিনীর বিরুদ্ধে ওই হামলা চালানো হয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যবহৃত পোশাক ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে আরো এক ডজনের বেশি সেনা আহত হয়েছেন। যাদের অধিকাংশই ফ্রান্সের সেনা সদস্য। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ‘নীল হেলমেট পরিহিত’ ছিলো। তারা বেশ কয়েকটি রকেট ছোঁড়ে। এ সময় জঙ্গিদের ব্যবহৃত বিস্ফোরকবোঝাই দুটি গাড়ির মধ্যে একটি বিস্ফোরণ ঘটানো হয়। আর যে গাড়ির গায়ে জাতিসংঘের লোগো লাগানো ছিল সেটিকে থামানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই শেষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App