×

পুরনো খবর

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিকো কোভাচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ০৭:৩০ পিএম

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিকো কোভাচ

জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখ ক্লাব নতুন কোচ হিসেবে নিকো কোভাচের নাম ঘোষণা করেছে। চলতি মৌসুম শেষে বায়ার্নের বর্তমান কোচ জুপ হেইঙ্কেসের মেয়াদ শেষ হবে। বর্তমানে এইনট্রাক্টের দায়িত্ব পালন করা কোভাচ দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন বলে বায়ার্নের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান শিলামিদজিচ বলেন, ‘নিকো এক সময় বায়ার্নের হয়ে খেলেছেন। তিনি ক্লাবের অবকাঠামো ভাল জানেন এবং এখানকার সকলের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বায়ার্নের পরবর্তী কোচ হিসেবে তিনিই সঠিক ব্যক্তি বলে আমরা মনে করি।’

শুক্রবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ড্র’র কয়েক মিনিট আগে ক্লাব জানায় ক্রোয়েশিয়ার ৪৬ বছর বয়সী কোভাচের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে, ১ জুলাই থেকে যা কার্যকর হবে।

শিলামিদজিচের ঘনিষ্ট বন্ধু কোভাচ দলের সহকারী কোচ হিসেবে নিজের ভাই ৪৪ বছর বয়সী রবার্ট কোভাচকে ফ্রাংকফ্রুট থেকে বায়ার্নে নিয়ে আসবেন।

কি পরিমাণ অর্থে কোভাচকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তা জানায়নি বায়ার্ন।

বায়ানে কোভাচের কোচের দায়িত্ব নেয়ার বিষয়টি গত সপ্তাহে ফ্রাঙ্কফুট এবং বায়ার্ন উভয়েই অস্বীকার করেছিল।

কোভাচ অবশ্য বলেছিলেন, ‘আগামী মৌসুমেও আমি ফ্রাংফ্রুটের কোচ থাকব তাতে সন্দেহ করার কোনো কারণ নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App